Header Ads

  • সর্বশেষ খবর

    আসছে ইমরান-বৃষ্টির ‘কিছু কথা’









    বিনোদন ডেস্ক : আবারও গায়িকা বৃষ্টিকে নিয়ে নতুন গান বেঁধেছেন ইমরান। গানটির শিরোনাম ‘কিছু কথা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এরইমধ্যে ভিডিওটির শুটিং শেষ। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এতে মডেল হয়েছেন দুই শিল্পী ইমরান ও বৃষ্টি নিজেরাই।
    ইমরান বলেন, বৃষ্টির সঙ্গে আমার করা আগের চারটি গান,’আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধরো’ সবগুলোই শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে। এই গানটি নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।’সূত্র:কালের কণ্ঠ।
    বৃষ্টি বলেন, ‘ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। দুদিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এটিও সবার ভালো লাগবে আশা করি।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728