Header Ads

  • সর্বশেষ খবর

    বাংলাদেশে অফিস খোলার বিষয়ে গুরুত্ব দেবে ফেসবুক





    রাজশাহী নিউজ ডেস্ক : বাংলাদেশে অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বস্ত করে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুক প্রতিনিধিদের এক বৈঠকে এ আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি।
    বৈঠকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, প্রপাগান্ডাসহ নানাবিধ নিরাপত্তা বিষয়ে ফেসবুককে বাংলাদেশের রেগুলেশন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশ, আমাদের সমাজ- আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে।
    বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।
    প্রায় ১ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে নাগরিক সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের বিষয়টি প্রাধান্য পায়।
    বৈঠকে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান এবং সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বীনি রানা।
    বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট প্রকাশে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড এর বিষয়টি তুলে ধরেন এবং বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এ সময় ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করেন, তাদের সিস্টেম হতে পর্নোগ্রাফি সরিয়ে নিয়ার কার্যক্রম চলছে, এটি ভবিষ্যতেও চলমান থাকবে।
    কন্টেন্ট বিষয়ে বিদ্যমান যে কোন সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রিতা নেয় সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে।
    তিনি উল্লেখ করেন, সরকার কখনও চায় না ইন্টারনেট বন্ধ করতে। বাংলাদেশের ৯৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইলে।
    ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার কথা উল্লেখ করেছেন বৈঠকে।
    ফেসবুককে সঠিকভাবে বাংলা ভাষার অনুবাদ এবং প্রয়োগের আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। আর ফেসবুক যদি এই সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা চায়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
    মন্ত্রী বাংলা ভাষার জন্য সবধরনের সহযোগীতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুত উল্লেখ করে বলেন, ফেসবুকে বাংলা ভাষা ব্যবহারে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে হবে। বাংলা ভাষাভাষী মানুষ যেন ফেসবুকে বাংলা পড়তে কোনো অসুবিধার মধ্যে না পড়েন।
    মন্ত্রীর প্রস্তাবে অনুবাদসহ বাংলার ভাষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728