Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বাড়ছে শজনে চাষ দাম ভাল পাচ্ছে কৃষক












    মো: আতিকুর রহমান, চারঘাট প্রতিনিধি:
    চারঘাটে ফুলে ফুলে ছেয়ে গেছে শজনে গাছ।এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে অনেক টাকার শজনে বিক্রি হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। শজনে অর্থককারী ফসল ও পুষ্টিমানও ভাল। তাইতো শজনে ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে কৃষক। বসতবাড়ি আশপাশে রাস্তার ধারে শজনে গাছ সহজে বেড়ে ওঠে। এতে করে শজনের ব্যাপক চাহিদা ও ভাল বিক্রি হয়ায় উপজেলাই এখন পড়ে থাকা জমিতে শজনে গাছ লাগিয়ে উপকৃত হচেছন কৃষক। এ গাছের ফুল,পাতা,বাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সেই জন্য এই গাছকে যাদুর গাছও বলা হয়। এর কাঁচা সবুজ পাতা রান্না করে, ভর্তা করে ও বড়া ভেজে খাওয়া হয়। শজনে পাতায় যে পরিমান পুষ্টি আছে তা অনেক অনেক ভাল মানের পুষ্টিকর খাবারেও নাই। যেমন ডিমের চেয়ে বেশি আমিষ, দুধের চেয়ে বেশি ক্যাসিয়াম, কমলা চেয়ে বেশি ভিটামিন সি, কলার চেয়ে বেশি ক্যাসিয়াম ইত্যাদি রয়েছে। বিশেষ করে জন্ডিস, বসস্তসহ বিভিন্ন রোগ নিরাময়ে প্রাচিনকাল থেকে ব্যবহার হয়ে আসছে শজনে।
    উপজেলার কৃষি কর্মকতা মুনজুর রহমান অধিকারকে জানিয়েছেন যে, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে প্রায় প্রতিটি বাড়িতে ২টি থেকে ৩টি করে শজনে গাছ আছে । এছাড়া খেতের আইলে শজনে গাছ লাগানো হয়।
    আমাদের দেশে এর দুইটি জাত আছে, শজনে-নজনে।শজনের ফুল আসে জানুয়ারীতে আর নজনের ফুল হয় মার্চে। ফুল ৪০ সে:মি ৮০ সেন্টিমিটার হয়। একটি গাছে ৪০০ থেকে ৫০০টি ফল ধরে।গাছ প্রতি প্রায় ১২০কেজি ফল পাওয়া যায়।শুরুর দিকে ১০০ টাকায় বিক্রি হয়। হাইবিড্র গাছে দুইবার ফুল হয়।প্রতিবছরই উপজেলাতে শজনে গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
    এতে করে কৃষকরা শজনের উচ্চমূল্য পাওয়ায় তারা লাভবান হচ্ছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728