Header Ads

  • সর্বশেষ খবর

    বলিউডের এত বড় তারকারাও টাকা মেরে খায়!







    সিনেমা দুনিয়ায় সবচেয়ে বড় বাজার বলিউডে। ভারতের রাষ্ট্রীয় আয়ের সবচেয়ে বড় খাতও বলিউডের সিনেমা। এখানে প্রথম সারির তারকাদের অর্থ, নাম ও খ্যাতির কোনো কমতি থাকে না। বলিউডের তারকাদের বেলাতে তাই প্রতারণার অভিযোগ শোনাই যায় না বলা চলে।
    কিন্তু সেই ইমেজে যেন চুনকালি মেখে দিলেন ‘দাবাং গার্ল’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একে তো কিংবদন্তি অভিনেতা ও ভারত সরকারের মন্ত্রী শত্রুঘ্ন সিনহার মেয়ে। তার উপর নিজেও প্রতিষ্ঠিত একজন নায়িকা।
    উপহার কাজ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, শহীদ কাপুরদের মতো সুপারস্টারদের বিপরীতে। সেই নায়িকা নাকি এক ব্যক্তির ৩৫ লাখ টাকা মেরে দিয়েছেন! এমন অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে।
    ঘটনার সূত্রপাত এক বছর আগে। জি নিউজ জানায়, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান করেননি সোনাক্ষী। গত বছর শেষের দিকে এক ব্যক্তি পুলিশে এই অভিযোগ করেন। একটি অ্যাওয়ার্ড শো-এ পারফর্ম করার জন্য সোনাক্ষীকে চুক্তি অনুযায়ী ২৮ লাখ টাকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার জন্য আরও৯ লাখ টাকা নিয়েছিলেন নায়িকা।
    সব টাকা অগ্রিম মিটিয়ে দিলেও নায়িকা পারফর্ম করেননি বলে অভিযোগ। নিজের সোশ্যাল মিডিয়ায় ওই শো প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন নায়িকা। সে প্রতিশ্রুতিও তিনি পালন করেননি।
    ওই অনুষ্ঠানে সোনাক্ষী পারফর্ম করবেন না জেনে উপস্থিত দর্শক ভাঙচুর চালিয়েছিল। এতে আরও কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে আয়োজকের। তবে তিনি শুধুমাত্র ৩৭ লাখ টাকাই সোনাক্ষীর কাছে ফেরত চেয়ে থানায় অভিযোগ করেছিলেন।
    সেই অভিযোগের প্রেক্ষিতে মোরাদাবাদ পুলিশের তরফে সোনাক্ষীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তার কোনো জবাব দেননি সোনাক্ষী।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728