চারঘাটে আ.লীগের ৯ নেতাকর্মীর বহিস্কারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : গত ২৮ জানুয়ারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরীয়ার আলমের উপস্থিতিতে আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীতা নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটি সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে একক চেয়াম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলামকে ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্তে মতে নৌকার প্রতীক নিয়ে ভোট প্রচারণা করছেন সাধারণ সম্পাদক ফকরুল। রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগ শাখার আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রাহেনুল হক রায়হান, সাবেক পৌর মেয়র নার্গিস খাতুন, বাঘমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহাবুদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামূল হকসহ সংগঠনের নেতাকর্মী ও পৌরসভাসহ ৬টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বতর্মান সরকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়ন অব্যাহত রাখার লক্ষে ভেদাভেদ ও দ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এক কাতারে একত্রে হয়ে উপজেলা নির্বাচনের মনোনীত প্রার্থী ফকরুল ইসলাম নৌকা প্রতিককে বিজয়ী ছিনিয়ে আনার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির এ সভায় সবার সিন্ধান্ত ক্রমে সংগঠনের বিরুদ্ধে যাদের নামে অভিযোগ পাওয়া গেছে তাদের মধ্যে ৯ জন নেতাকর্মীদের দল বহিস্কারের সিদ্ধান্ত হয়। জেলা এবং কেন্দ্রের মাধ্যমে দল থেকে বহিস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
এরা হলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু সুলতান, সরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি শাহানাজ আলী, নিমপাড়া ২নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, ভায়ালক্ষীপুর এলাকার আওযামী লীগ নেতা আহাদ আলী, শলুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কাজিমুদ্দিন ও সদস্য আশরাফুল ইসলাম।
No comments