রাজশাহীতে দলের দ্বন্দ্বে দুপক্ষের উত্তেজনা, দোকান ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের রাণীবাজর এলাকায় পূর্ব দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি দোকানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুপক্ষই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে মোল্লা অটো নামের একটি দোকানে গিয়ে হটাৎ হামলা করে ভাঙচুর করে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার সমর্থকরা। খবর পেয়ে আরেক নেতার সমর্থকরা সেখানে উপস্থিত হলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে উত্তেজনা বাড়তে থাকলে সেখানে ছুটে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নিয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, কয়েকদিন আগে গণপাড়া এলাকায় বল কিনা নিয়ে দুই যুবকের হাতাহাতি হয়েছিল। এ নিয়ে সকালে মোল্লা অটোর সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে মোল্লা অটোতে হামলা করে ভঙচুর করলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আগামী শুক্রবার মেয়র মহদয় দুপক্ষকে নিয়ে বসে মিমাংসা করবেন বলে ওসি জানান।
No comments