চারঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক- ৮
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জন আটক।
মঙ্গলবার দিবাগত রাতে ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এস এই আব্দুল করিম ও এস আই ফজলু সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটকদের মাঝে পরোয়ানা ভুক্ত ৫ জন এবং ৩ জন নিয়মিত মামলার আসামী।
চারঘাট মডেল থানাধীন বড় বালাদিয়াড় গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ ফিল্লাল(৩৪) কে আটক করা হয়েছে।ফিল্লাল বালাদিয়াড় গ্রামের বেলাল সরকারের ছেলে।
সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।এ সময় ৫ পিস ইয়াবাসহ আব্দুল কাদের নামে একজন কে আটক করা হয়।
এছাড়াও বাবুপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে বাচ্চু(৩৫) কে আটক করা হয়েছে।সে যৌতুকের টাকার জন্য তার বউকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেছিলেন।এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
পরোয়ানা ভুক্ত অাসামীরা হলো- সবুজ আলী(৫০) , মকসুদ রহমান(৫৫), এতিবার আলী(৩৯), মানিক মিয়া (৩০), অাফাজ আলী(৩৬)কে আটক করা হয়েছে।এদের মধ্যে সবুজ আলী ও মকসুদ রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামী।তাদের দুজনার পৃথক দুইটি মামলায় ৬ মাসের সাজা রয়েছে।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments