চারঘাটে ইউএনওর ও এসিডির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার এসিডি সোশ্যাল সার্পোট কমিটির সহযোগিতায় উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ নাজমূল হকের হস্তক্ষেপে হিন্দু সম্প্রদায়ের স্কুল পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বনকিশোর হিন্দুপাড়ার শ্রী মদনের মেয়ে বনকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর দূর্গাপুর থানার গৌরঘা ঋষিপাড়া গ্রামের শ্রী শিপন কুমার দাসের সঙ্গে বিয়ের আয়োজন করে।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ নাজমূল হক জানান, খবর পেয়ে এসিডি উপজেলা সোশ্যাল সার্পোট কমিটির প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু ও পুরোহিত স্বপন কুমার কর্মকার এর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে স্কুল পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বাবা-মায়ের সাথে বাল্যবিয়ের কুফল দিকগুলো তুলে ধরেন তিনি।
এসময় ইউএনও মুহাম্মদ নাজমূল হক উপস্থিতিতে শিক্ষার্থীর বাবা মদন দূর্গাপুর থানার গৌরঘা ঋষিপাড়া গ্রামে মুঠোফোনে বিয়ে বন্ধ করে দিলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শিক্ষার্থী।
No comments