বাঘায় ৭৪ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত
বাঘা প্রতিনিধি : রাজশাহী বাঘায় ৭৪ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাতটি পদে মোট ৭২৫ জন প্রার্থী অংশগ্রহন করে। এতে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৭ জন করে মোট ৫১৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চাসহ ৬টি উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার ৭৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক ভাবে ৭টি পদে সাতজন করে নির্বাচিত হয়।
বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম জানান, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মান বৃদ্ধি এবং ছাত্রদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী ক্ষুদে ভোটারদের মাঝে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সানোয়ার হোসেন জানান, এ বছর উপজেলায় ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ২৭৫ জন এরমধ্যে প্রার্থী ছিল ৭২৫ জন । তার মধ্যে নির্বাচিত হয়েছে ৫১৮ জন।
No comments