রাজশাহীর তানোর থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে রাজশাহীর তানোর থানার ওসি রেজাউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী পুলিশ সুপার মো: শহিদুল্লাহ জানান, ‘উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে ওসি রেজাউল ইসলামকে তানোর থানা থেকে প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয় নির্বাচন কমিশন থেকে। সে নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে।’
রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম।
ওয়ার্কার্স পার্টির প্রার্থীর ভাই মুন্ডুমালা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী নির্বাচন কমিশনে অভিযোগ করেন। তার অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী একজন প্রার্থীর পক্ষে তানোরের ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। এছাড়াও এমপির কোথামতো তানোরের ওসিও একজন প্রার্থীর পক্ষে কাজ করছে। এতে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে বিনিষ্ট করার চেষ্টা করছেন। এ অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তানোর থানার ওসিকে প্রত্যাহার ও স্থানীয় এমপিকে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।
No comments