চারঘাটে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তর বিষয়ক কৃষক প্রশিক্ষণ
চারঘাট-রাজশাহী (প্রতিনিধি): রাজশাহীর চারঘাট উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তর বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা কৃষি অফিসার মনজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক। এসময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ডাঃ বিমল কুমার প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, উপ সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের, উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা, কৃষক রফিকুল আলম, নীলা আক্তার ও সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়েনের কৃষক-কৃষানীবৃন্দ।
আমের উত্তম সংগ্রহত্তোর ব্যবস্থাপন, মাটির স্বাস্থ্য ঠিক রাখতে জৈব সার তৈরি ও রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার ব্যবহার করা প্রাধান্য পায় এবং দিক-নিদের্শনা দেন।
No comments