পুঠিয়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া বাইপাস মোড়ে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান ।
শুক্রবার সকাল ১০ টায় বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিনুউজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
No comments