রাজশাহীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। রোববার অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপনের মহড়া।
‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন সকালে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের নেতৃত্বে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায অংশ নেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক, রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল ওদুদ, সহকারি জেলা শিক্ষা অফিসার লাইলী বেগম, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক নাফিলা বেগম, সিরোইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।*
No comments