নগ্ন ছবি দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানালেন বিদ্যা বালান
বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে সেলিব্রেটিরা যখন নিজেদের মা বোন থেকে শুরু করে স্বজনদের ছবি দিয়ে দিনটিকে সেলিব্রেট করেছেন, সেখানে বিদ্যা বালান হাঁটলেন একেবারে ভিন্ন পথে।
নগ্ন এক নারীর ছবি দিয়ে নারী দিবস সেলিব্রেট করেছেন তিনি। বিদ্যা বালান লিখেছেন, সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। … নিজের শরীর, মন, আত্মাকে ভালোবাসুন। আপনি যেমন, ঠিক তেমনভাবে নিজেকে ভালোবাসুন।
তিনি আরো লিখেছেন, রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারো সঙ্গে তুলনা করতে যাবেন না। তাহলে নিজস্বতা হারিয়ে যাবে। স্বতন্ত্র তো সেরা শব্দ। এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করেছে। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস্ টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন…।সূত্র:কালের কণ্ঠ।
বিদ্যার দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেছেন বলিউডের একটা বড় অংশ। অনেকেই তার সঙ্গে একমত। শেয়ার করেছেন নিজেদের বক্তব্যও।
No comments