Header Ads

  • সর্বশেষ খবর

    একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক, গর্ভবতী অভিনেত্রী



    বিনোদন ডেস্ক :ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষী রাই। রুপালি পর্দায় তার পথ চলা ১৫ বছর বয়স থেকেই। তবে বলিউডের ছবি ‘জুলি -২’ এর অভিনয় দিয়েই আলোচনায় আসেন তিনি। আর এরপর থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।
    ‘জুলি -২’-তে নগ্ন হয়ে ক্যামরার সামনে হাজির হন অভিনেত্রী। আর কয়েকটি দৃশ্যে তাকে বিছানায় দেখা গিয়েছে রগরগে অবতারে। এমন দৃশ্যই তাকে এনে দিয়েছে সাহসী অভিনেত্রীর তকমা।
    এদিকে, তকমা পেলেও তাকে নিয়ে সমালোচনা কিন্তু শেষ হয়নি। আর তাই খোলামেলা অভিনয়ের পাশাপাশি খোলামেলা বক্তব্যেও বেশ পটু তিনি।
    সম্প্রতি লক্ষী রাই একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন বেশ কড় ভাষাতেই। তিনি জানান, বেশ কিছুদিন নিন্দুকে তাকে ছোট করার চেষ্টা করছে। একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছে অনেকেই। আর তার কারণেই অবৈধভাবে গর্ভবতী হয়েছেন অভিনেত্রী।
    এইসব মন্তব্যের পর লক্ষী জানান, আমি একাধিক পুরুষের সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছি। তাতে কী হয়েছে? আমার জীবন নিয়ে লোকজনের এত আগ্রহ কেন? আমি শিল্পী, আমার শিল্পটাকেই প্রাধান্য দেয়া উচিত। ব্যক্তিজীবন নিয়ে কারো নাক না গলানোই ভাল।
    এসময় তিনি বলেন, এরপরও কেউ তার জীবন নিয়ে কলঙ্ক রটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728