পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় গলায় ওড়না দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শিহাব (২২)।
এব্যাপারে পুঠিয়া থানার উপপরিদর্শ (এসআই) আব্দুল খালেক জানান, স্বামী-স্ত্রীর কলহের জেরে শিহাব বিকাল সাড়ে ৩ টার দিকে তার নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন। শিহাবকে ফ্যানের সাথে ঝুলতে দেখে তার স্ত্রী গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি রিপোর্ট হাতে পেলে আরও বিস্তারিত জানাতে পারবো বলে এই কর্মকর্তা বলেন।
No comments