নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ১৮৫৭ সাল থেকে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন হয়ে আসছে। ততকালীন সময় আমেরীকার একটি সুই কারখানার নারীর ন্যায্য আদায়ের দাবির কারনে সকল নারী শ্রমীককে গুলি করে হত্য করা হয়েছিল।
গতকাল শুক্রবার সকালে রাজশাহী চারঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউএনও মুহাম্মদ নাজমুল হক। সকল পেশা, ব্যবসা প্রতিষ্ঠানে উভয়ের সমতা বজায় রেখে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ তদুপরি বিশে^র দরবারে এদেশের নাম সম্মানের সহিত নেয়া হয়। এর একমাত্র অবদান প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য। এসময় তিনি উপজেলা চত্বরে নারীদের বিভিন্ন হস্তশিল্প নিয়ে ভ্রাম্যমান ষ্টোল গুলো পরিদর্শন করেন এবং বাজারযাত করে নিজেকে সাবলম্বী গড়ে উঠার পরামর্শদেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমকি শিক্ষা সুপারভাইজার মহিদুল ইসলাম, চারঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষিকা ফজিলাতুন নাহার নারীর অগ্রনী ভূমিকার মূল বিষয় গুলো নিয়ে আলোকপাত করেন। এসময় থানাপাড়া সোয়ালজ, এসিডিসহ উপজেলার বিভিন্ন বেসরকারী সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নারী উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন ইউএনও মুহাম্মদ নাজমুল হক ।
অপরদিকে চারঘাট পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। পৌর চত্বও থেকে চারঘাট বাজারের সড়ক পরিদর্শন শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সচিব রবিউল ইসলাম, কার্যসহকারী মাসুদ রানা, হিসাব সহকারী বাচ্চুসহ অন্যান্য কর্মকতা ও শিক্ষার্থী।
No comments