বাঘায় ডেসটিনির সাংবাদিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:দৈনিক ডেসটিনির রাজশাহী প্রতিনিধি ও গ্রিনলাইট বায়োগ্যাস লিমিটেডের শেয়ার হোল্ডার মোফিজুল ইসলাম দিলদারের বিরুদ্ধে বাঘা থানায় অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। নগদ দুই লাখ টাকা আত্মসাত-সহ বায়োগ্যাসের মূল্যবান সরঞ্জামাদি হাতিয়ে নেয়ার অভিযোগ এনে বুধবার দুপুরে এ অভিযোগটি দায়ের করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান রিপন।
তিনি তার অভিযোগে বলেন, মোফিজুল ইসলাম আমার কোম্পানির একজন শেয়ার হোল্ডার। তিনি তার দায়িত্ব পালনকালে বাঘা উপজেলার বিভিন্ন গ্রাহক ও ডিলারদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা অর্থ সংগ্রহ করে। এরপর সেই টাকা বাঘা অফিসে জমা না দিয়ে নিজে ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে আত্মসাত করে। এছাড়া বায়োগ্যাসের মূল্যবান সরঞ্জামাদি চুরি করে নিজ বাড়িতে নিয়ে আসে।
অভিযোগে উল্লেখ করা হয়, এ সব বিষয়ে অর্থ ফেরত চেয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক-সহ আরো কয়েকজন পাটনার দিলদারের সাথে কথা বলতে এলে তিনি সবার সাথে অশালীন আচরণ করেন এবং ধারালো অস্ত্র দ্বারা জখম করবেন বলে হুমকি দেন।
এদিকে এলাকার লোকজন অভিযোগ করে জানান, মোফিজুল ইসলাম দিলদার সাংবাদিকতার নামে এলাকায়-পুকুর খনন, নারী ঘটিত কোনো অপকর্ম, কিংবা মাদক নিতে গিয়ে আটক হলে পত্রিকায় সংবাদ ছাপানোর নামে তাদের নিকট থেকে আর্থিক সুবিধা আদায় করে থাকেন। এসব কারণে স্থানীয় প্রেসক্লাব থেকে ইতোমধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, দিলদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
No comments