Header Ads

  • সর্বশেষ খবর

    শীর্ষে ম্যানসিটি, চারে ম্যানইউ




    ক্রীড়া ডেস্ক : লন্ডন শহরের বুকে গ্লোব থিয়েটারেই পেশাদারি নাট্যচর্চা করতেন উইলিয়াম শেক্সপিয়ার। তবে সেখানকার মঞ্চের চেয়ে অনেক বেশি নাটকীয়তা দেখেছে লন্ডনের ফুটবল মাঠগুলো; কাল যেমনটা দেখা গেল ওয়েম্বলিতে। টটেনহাম-আর্সেনাল দ্বৈরথ পরিচিত ‘নর্থ লন্ডন ডার্বি’ নামে। দুই দলের ম্যাচটি যদিও শেষ হয়েছে ১-১ সমতায়, মুহূর্তে দলের হার ডেকে এনেছিলেন স্পারদের ডাভিনসন সানচেস। কিন্তু পেনাল্টি মিস করে জয়ের সুযোগ হাতছাড়া করলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। পিছিয়ে পড়েও সাউদাম্পটনের বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, জোড়া গোল রোমেলু লুকাকুর। মাহরেজের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটি হারিয়েছে বোর্নমাউথকে। জিতে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে ম্যানসিটি, ম্যানইউ আর্সেনালকে টপকে ঢুকে গেছে শীর্ষ চারে।
    ওল্ড ট্রাফোর্ডে, ম্যানইউ ২৬ মিনিটেই পিছিয়ে পড়ে ইয়ান ভ্যালেরির বুলেট শটে করা দারুণ এক গোলে। প্রথমার্ধ শেষে ম্যানইউ ১-০তে পিছিয়ে। ম্যানইউ সমতায় ফিরল এমন একজনের গোলে, যাঁর নিজেরই একাদশে ফেরা বহুদিন পর! আন্দ্রেস পেরেইরা একটা সময় ছিলেন ম্যানইউর যুব দলের সেরা খেলোয়াড়। এরপর লা লিগায় বেশ কদিন ধারে খেলেছেন গ্রেনাদা ও ভ্যালেন্সিয়ায়। লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্রর ম্যাচে বদলি নেমে কোচের নজর কেড়েছিলেন। সেই পেরেইরার গোলেই ম্যানইউ ৫৪ মিনিটে ফেরায় সমতা। বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেছেন পেরেইরা। এরপর ‘লুকাকু শো’, ৫৯ ও ৮৯ মিনিটে দুটি গোল করে লুকাকু ছিনিয়ে এনেছেন জয়। ৭৫ মিনিটে সাউদাম্পটনের জেমি ওয়ার্ড গোল করে পয়েন্টে ভাগ বসানোর শঙ্কা ধরালেও ৮৯ মিনিটে লুকাকুর দারুণ গোল ফের এগিয়ে দিয়েছে ম্যানইউকে। ব্যবধানটা ৪-২ হতে পারত, যদি না ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টিটা মিস করতেন পল পগবা। কেভিন দে ব্রুইনাকে চোটের কারণে তুলে নিয়ে প্রথমার্ধের শেষ দিকে মাহরেজকে নামিয়েছিলেন পেপ গার্দিওলা। সেই মাহরেজের গোলেই শেষরক্ষা। এই মূল্যবান ৩ পয়েন্টই লিভারপুলকে পেছনে ফেলার জন্য ছিল যথেষ্ট, ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট লিভারপুলের।
    কী ছিল না ওয়েম্বলির নর্থ লন্ডন ডার্বি ম্যাচে। গোল, বাতিল গোল, পেনাল্টি গোল, পেনাল্টি মিস, লাল কার্ড; সবই ছিল ৯০ মিনিটে। ১৬ মিনিটে আর্সেনালের একমাত্র গোলটি অ্যারন রামসের। ২৪তম মিনিটে হ্যারি কেনের হেড থেকে করা গোল রেফারি বাতিল করে দেন অফসাইডের অজুহাতে। এরপর ৭৪ মিনিটে হ্যারি কেনের পেনাল্টিতে সমতায় ফেরে টটেনহাম, তাঁকে ফাউল করেছিলেন মুস্তফি। ৯০তম মিনিটে ফের পেনাল্টি, এবার পায় আর্সেনাল। তাঁকে বাধা দিয়েছিলেন সানচেজ। কিন্তু হুগো লরি আটকে দিয়েছেন অবামেয়াংয়ের স্পটকিক। ম্যাচের শেষ সময়ে ৯৫তম মিনিটে লাল কার্ড দেখেছেন তোরিয়েরা। দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে লাভটা তুলেছে ম্যানইউ।
    ১৮ দলের বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলে অগসবার্গের অবস্থান ১৫ নম্বরে। অর্থাৎ ৩৪ ম্যাচের লিগে, বাদবাকি ১০টি ম্যাচে যদি ফল পক্ষে না আসে, তাহলে নেমে যেতে হবে নিচের লিগে। এমন একটা দল কিনা হারিয়ে দিল সাত বছর পর শিরোপা জেতার পথে খুব কাছাকাছি চলে যাওয়া বরুশিয়া ডর্টমুন্ডকে। নিজেদের মাঠে, কোরিয়ান ফুটবলার জি দং ওনের জোড়া গোলে অগসবার্গ ২-১ গোলে হারিয়েছে শীর্ষে থাকা ডর্টমুন্ডকে। বিবিসি, স্কাই

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728