বাগমারায় আ.লীগের প্রার্থী অনিল কুমার সরকার বিজয়ী
বাগমারা প্রতিনিধি:উপজেলা নির্বাচনে রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি অনিল কুমার সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৪ ভোট।
এছাড়া বাগমারা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে একটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এতে করে ভোটের ব্যবধান অনুযায়ী ভোটের প্রয়োজন হবে না বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
No comments