নতুন ভিডিওতে সাহসী রূপে দেখা মিলল সানি লিওনের
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের তারকারা নিয়মিত শারীরিক ব্যায়াম করে নিজেদের শরীর ফিট রাখার চেষ্টা করেন। তারকাদের অনেকেই নিজেদের শারীরিক কসরতের মুহূর্তে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনেকসময় হইচই পড়ে যায়।
এবার শারীরিক কসরতের সময় ধারণ করা বেশ কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউড তারকা সানি লিওন। সেই ভিডিওগুলোর একটি পোস্টে রাগিনি এমএমএস ২ খ্যাত এই তারকা লেখেন, আমি সবাইকে বলতে চাই যে, আমার জীবনে এ ধরনের কসরত আগে করিনি। একবার শুরু করেও কাজের চাপের কারণে বন্ধ করে দিতে হয়েছিল। আমি আবার ফিরে এসেছি। সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমি কেঁদে ফেলার উপক্রম হয়েছিলাম। আমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। তবে এখন অনেকটাই শক্তপোক্ত মনে হচ্ছে।সূত্র:কালের কণ্ঠ।
আরেক ভিডিওতে সানিকে দেখা যায়, একের পর এক কিক করে যাচ্ছেন। সেখানে সানি ক্যাপশন দিয়েছেন, দ্রুত কিক করার চেষ্টা করছি। বর্তমানে অনেকটাই সামঞ্জস্য এসেছে। এই লড়াইটা সত্য বন্ধুরা।
No comments