Header Ads

  • সর্বশেষ খবর

    সাদা পোশাকে উষ্ণ সানি লিওন




    বিনোদন ডেস্ক :সানি লিওন। নেট দুনিয়ায় তার কোন খবর মানেই হয় উষ্ণতা ছড়ানো আর না হয় সমালোচনা পা বাড়ানো। আর সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তার সোশ্যাল সাইটে চোখ রেখে বসে থাকেন।
    সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করেন এই আবেদনময়ী। সেখানে পুরোপুরি সাদা জামা পড়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।
    তার এমন চোখের চাহনিতেই ঘায়েল নেটিজেন। অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তার এই পোস্টে।
    মাস খানেক আগে ডাব্বু রত্নানির ফোটোশ্যুটের ছবিও পোস্ট করেছেন সানি। বলিউডে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ এক বার্ষিক উৎসব। শুরু হয়ে গিয়েছে তারই আয়োজন। কারণ শুধু তারকারাই নন, সারা দেশের ফ্যাশন ও ফটোগ্রাফি প্রেমীরা অপেক্ষা করে থাকেন এ বছর তার ক্যামেরার সামনে কাকে নতুন রূপে দেখা যাবে। সামনে এসেছে তারই কয়েকটি ঝলক।
    এ বছর ডাব্বুর ক্যালেন্ডারে হট পার্টে থাকছেন সানি। সেকথা জানিয়ে দিলেন তিনি। আসলে ডাব্বু রত্নানি লেন্সের ওপার থেকে বলি-সেলেবদের যেভাবে তুলে আনেন তার আদরের ক্যালেন্ডারে তা সত্যি অসাধারণ। সেই লেন্সে ধরা পড়েছে সানি লিওন। তো ঝড় তো উঠবেই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728