রাজশাহীতে জমে উঠেছে হারিয়ে যাওয়া মাদার গানের আসর
নিজস্ব প্রতিবেদক : চারিদিকে ঘিরে বসে আছে শত শত লোক সমাগম, রাজশাহী নগরীতে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া বেলাল হোসেনের বাড়ির আঙিনাতে বসেছে ৭ রজনী ব্যাপী মাদার গানের আসর।
বৃহস্পতিবার মাদার গানের আসর ঘুরে জানা গেছে, সন্ধ্যা নামলেই দলে দলে লোকজন এসে হারিয়ে যাওয়া মাদার গানের আসরে ভীড় জমাচ্ছে। মাদার গানের আয়োজক বেলাল হোসেন জানান, আমার একটি ভাই আছে, আর সে কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার সুস্থতার জন্য আমার মা মানত করেছে এই মাদার গানের। সাত রজনী ব্যাপী এই গান চলবে আজকে মাদার গানের তৃতীয় রজনী চলছে বলে জানান তিনি।
গানের আসর ঘুরে দেখা গেছে, বাংলা ঢোল, জুড়ীর তালে তালে আর গায়কদের নাচের দৃশ্য, অভিনয় দেখে মোহিতা শতশত দর্শক। মাদার গানের শিল্পীরা হলেন, মাইনুল, শামীম,আনারু,বাঁধন ও তাদের সহযোগীরা। মাদারের গান বা মাদার গান নাটোর জেলার নিজস্ব লোকসঙ্গীত হিসাবে পরিচিত। একসময় রাজশাহী অঞ্চলের গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, মাঠে-ময়দানে, উঠোনে-দাওয়ায় আসর বসতো মাদারগানের।
পথে-প্রান্তরে প্রতিনিয়তো প্রতিধ্বনিত হতো মাদার গানের সুর। পথ চলতে, লাঙল দিতে, জমি নিড়াতে,গরু চরাতে- সর্বত্রই মানুষের গলা চিরে বের হতো এই মাদার গানের ধূয়া। বিশেষ করে আসর বসতো মহররমের চাঁদ উঠলে, কলেরা-বসন্ত দেখা দিলে, জমিতে মড়ক দেখা দিলে মাদার গান মানত করা হতো। কালের বিবর্তনে বিলুপ্ত প্রায় এক সময়ের জনপ্রিয় মাদার গানের সংস্কৃতি।
No comments