রাজশাহীতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মো সুমন (২৪) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর ডিবি পুলিশের এসআই সালাম ও ছায়ফুলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার মো সুমন (২৪) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী কে একটি বিদেশী রিভালভার ও ২ রাউন্ড গুলিসহ হাতে নাতে আটক করে। এসময় তার কাছে থেকে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দুইটি স্মার্ট ফোন তার কাছে থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাজপাড়া থানায় আটকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। পরে মহানগর ডিবি পুলিশের দাইত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আল আহাম্মেদ মামুন রাবির দুই শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া মোবাইল দুটি বুঝিয়ে দেন।
No comments