গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাই মহাসড়কে ট্রলির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের চাপাই রুবেল (৩৫) নামের ট্রলি চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টার দিকে গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক রাজশাহীর চারঘাট উপজেলার আড়ানী জাগিরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।
গোদাগাড়ী ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, কাঠ ভর্তি ট্রলিটি রাজশাহী হতে চাঁপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। হঠাৎ ট্রলির সামনের ডান দিকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে মুডনেয়। এতে ট্রলির কাঠ গুলো তার উপরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিতে থাকা সাইদুর নামের অপর এক ব্যাক্তি জ্ঞান হারালে ফায়ার সার্ভিস গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
No comments