চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও এসিডি এনজিও যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসন সহযোগিতায় বুধবার সকাল ১১টার দিকে চারঘাট বাজারের চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মফিজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমূল বিল্লাহ সুলতানা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, এসিডি প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, প্রজেক্ট ফ্যাসিলিটেটর শাহানা শারমিন, উপজেলা সোশ্যাল সার্পোট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়নের নারীরা মানববন্ধনে অংশ গ্রহণ করে।
আগামী ৮ মার্চ উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমূল বিল্লাহ সুলতানা।
No comments