Header Ads

  • সর্বশেষ খবর

    রাতে অক্সিজেন দেয় এই গাছ, শ্বাস-প্রশ্বাসের রোগীর জন্যও উপকারি








    আমরা সবাই জানি গাছ দিনে অক্সিজেন দেয়, আর রাতে কার্বন ডাই-অক্সাইড। কিন্তু এমন একটি গাছ আছে যেটি রাতে কার্বন ডাই-অক্সাইডের পরিবর্তে অক্সিজেন দেয়। এই গাছ কিন্তু আমাদের চারপাশেই দেখতে পাই।

    অথচ এর এই গুণ সম্পর্কে আমরা মোটেও অবগত নই। শুধু তাই নয়, গাছটি আবার রোগ নিরাময়ের কাজেও লাগে।
    এখন জানতেই হয় রাতে অক্সিজেন দেওয়া সেই গাছটির নাম কি? গাছটির নাম স্নেক প্ল্যান্ট। আবার অনেকে এটাকে ‘শাশুড়ির জিভ’ও বলেন। পাতার আকৃতির জন্যই এ ধরনের নাম গাছটির। এক ধরনের বাহারি গাছ।

    ঘর সাজানোর কাজে আমরা হামেশাই ব্যবহার করে থাকি। সৌন্দর্য বাড়াতে বেডরুমেও অনেকে এদের রাখেন। খুব অল্প আলোতেও এবং কম পানিতে এরা জীবিত থাকে।
    এই গাছ যদি ঘরে রাখা যায় তাহলে ঘরে অক্সিজেনের ঘাটতি হবে না। নাসার বিজ্ঞানীরা একটি সমীক্ষা করে দেখেছেন,

    ঘরের ভিতর এই গাছ রাখলে নাইট্রোডেন ডাই অক্সাইড এবং ফর্ম্যালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখে। এই গাছ ঘরের মধ্যে ক্ষতিকারক টক্সিন তাড়াতে সাহায্য করে।
    যারা অ্যালার্জিতে আক্রান্ত বা যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ করে এই গাছ খুব ভাল।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728