Header Ads

  • সর্বশেষ খবর

    ঘরে এলো ২২ লাখ টাকা দামের বাইক




    বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুর মোটর সাইকেল বলতে পাগল। তবে সাধারণ নয়, অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের দিকেই ঝোঁক বেশি। এই যেমন কিছুদিন আগেই কিনেছেন বিলাসবহুল বাইক ‘বিএমডাব্লিউ ১২৫০ জিএস অ্যাডভেঞ্চার’। বাইকটির দাম ১৮ লাখ ২৫ হাজার রুপি [প্রায় ২২ লাখ টাকা]।
    নতুন কেনা এই বাইকের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। বাইকের মডেল নম্বর দিয়ে মজা করে লিখেছেন, ‘খুশি হওয়ার ১২৫০টি কারণ আছে। অসাধারণ বাইকটির জন্য ধন্যবাদ বিএমডাব্লিউকে। 
    অ্যাডভেঞ্চারপ্রেমীরা নিশ্চিতভাবেই পাগল হতে বাধ্য।’ এটা ছাড়া ‘হার্লি ডেভিসন ফ্যাটবয়’, ‘ইয়ামাহা এমটি ০১’সহ আরো বেশ কয়েকটি বাইক আছে অভিনেতার সংগ্রহে। শহিদ এখন ব্যস্ত নতুন ছবি ‘কবির সিং’-এর শুটিং নিয়ে। তেলেগু সুপারহিট ‘অর্জুন রেড্ডি’র এই রিমেক মুক্তি পাবে ২১ জুন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728