চারঘাটে উৎসবমুখর পরিবেশে ভোট
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রোববার চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ সারিবদ্ধভাবে ভোটারা ভোট প্রদান করেন।
সরেজমিনে ঘুরে জানা গেছে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের নিরাপত্তার লক্ষে চারঘাট উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিট্রেট, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি ও র্যাব টহলদল সার্বক্ষনিক নিয়োজিত ছিল।
প্রখম দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর পর তা বাড়তে দেখা যায়। তবে সব কেন্দ্রে দেখা গেছে পুরুষের চেয়ে নারীরা বেশী উপস্থিত ছিল ভোট কেন্দ্রে। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকরুল ইসলাম রবিবার সকাল ৮.৪০ মিনিটে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করে। একেন্দ্রে ভোট সংখ্যা ছিল ২ হাজার ৫শত ২৫।
এদিকে শান্তির্পূন নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমূল হক। উপজেলার মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৫৯ হাজার ৭শ ২৫ জন।
No comments