চারঘাটে ফকরুলের পক্ষে যুব মহিলা লীগের নির্বচনী প্রচরণা ।।rajshahirdorpon24
আব্দুল মতিন, (চারঘাট)প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী ফকরুল ইসলামের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চেয়ে নির্বাচনী প্রচরণা চালান রাজশাহী যুব মহিলা লীগের কর্মীরা। সোমবার উপজেলার শলুয়ার ইয়নিয়নের মৌগাছী কাতারপুর, কারিকরপারা গ্রামসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বর্ণনা দিয়ে গ্রামের মহিলাসহ সাধারণ মানুষের কাছে ভোট চান তারা।
নির্বাচনী প্রচরণায় রাজশাহী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপশা খাতুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ময়না খাতুন, চারঘাট পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি বিউটি বেগম ও ভায়লক্ষিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আসমা খাতুন।
এসময় রাজশাহী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপশা খাতুন বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, উন্নয়নের প্রতীক। বাংলাদেশের সব উন্নয়ন এই নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান ও মাদকমুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে। প্রচারণার শেষ মুহুর্তে এই পঞ্চম উপজেলা নির্বাচন অত্যান্ত চ্যালেঞ্জ মুখর। আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনগুলো যদি একবার করে প্রতিটা ভোটারের বাড়িতে গিয়ে সরকারের উন্নয়নের কথা এক-একজন ভোটারের কাছে তুলে ধরে এবং দলের সকল নেতা-কর্মীদের মতভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে নৌকার পক্ষে নির্বাচন প্রচারণা চালালে অবশ্যই চারঘাট উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী ফকরুল ইসলাম নির্বাচিত হবেন।
No comments