চারঘাটের মসজিদ উন্নয়নে রাজশাহী জেলা পরিষদের অনুদান
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটের উপজেলার মোহননগর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নে দুই লাখ টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এই অনুদান বরাদ্দ করা হয়।
এর মধ্যে প্রথম কিস্তিতে মসজিদটিকে এক লাখ টাকার চেক দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেনের হাতে চেকটি তুলে দেন।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, হিসাবরক্ষক খন্দকার আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম কিস্তির টাকায় কাজ শেষে মসজিদটিকে অনুদানের অবশিষ্ট টাকা দেয়া হবে।
No comments