Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত

    পুঠিয়া প্রতিনিধি:
    রাজশাহীর পুঠিয়ায় দুই ট্রাকেকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দু’টির দুই জন চালক গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে পৌর সদরে অবস্থিত বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন পুঠিয়া-আড়াঁনী সড়কে এ দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। আহত চালকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা সাবের হোসেনের ছেলে সুইট (২৪) এবং রাজশাহী মহানগরীর মতিহার সেমপুর এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে শাহেদ(২৯)। তারা দুইজনই দুই ট্রাকের চালক ছিলেন বলে রাজশাহীর দর্পণ কে নিশ্চিত করেছেন পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের লিডার মোজাহার আলী। পুঠিয়া সদর থেকে ছেড়ে আসা আড়ানীমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ট-১১-৬৬৯৩) পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পার হলে চলন্ত অবস্থায় ট্রাকটির সামনের চাঁকা বিকল হয়ে যায়। এসময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আড়ানী থেকে ছেড়ে আসা বিপরীতগামী আশা এন্টার প্রাইজ নামের ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট ২২-৭৮৩২ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাক চালক চাপা খেয়ে আহত হন। হাসপতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আপাতত আশঙ্কামুক্ত। তবে দু’জনেরই শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, আপাতত দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728