Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে আগামীকাল আসছেন কৃষিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র উদ্যোগে ‘২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স’ ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএমডিএ’র সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।
    বিএমডিএ’র চেয়ারম্যান চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আগামীকাল শুক্রবার বিমানযোগে বিকাল ৪টায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি আসবেন। কৃষিমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গোদাগাড়ীতে বিএমডিএ’র প্রকল্প সরমংলা খাল পরিদর্শন করবেন।
    তিনি জানান, আগামী ৬-৭ জুলাই ‘২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স’ প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি উপস্থিত থাকবেন। ‘২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স’ লক্ষ্য হলো- বরেন্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনে খরা, বন্যা ও তাপ মোকাবেলায় অধিক পানি গ্রহণকারি ফসলের পরিবর্তে কম পানি গ্রহণকারি ফসল, কৃষি প্রযুক্তি, খরা ও তাপ সহিষ্ণু ফসলের জাত চিহিৃতকরণ।
    পাশাপাশি নবায়নকৃত জ্বালানী, স্যাটেলাইট ও আইসিটি ব্যবহারের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ফসলের নিবিড়তা, বৈচিত্রকরণ ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে অংশিদারিত্বের নিমিত্তে গবেষণা পরিচালনা ও সুপারিশমালার ভিত্তিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও প্রকল্প গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র আলোকে টেকসই কৃষি ব্যবস্থাপনা বা স্বল্প জমি থেকে অধিক ফসল উৎপাদনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর কর্মসূচি গ্রহণ করতে বিএমডিএ-কে বহুমুখীকরণ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
    বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আবদুর রশিদের সভাপতিত্বে তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা মোকাবেলায় এবং পানির সংকট মোকাবেলায় কি কি স্ট্রেটিজি গ্রহণ করা যেতে পারে তা নিয়ে মূলত আলোচনা হবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ‘২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভশন রিসার্চ প্লাটফর্ম’ কনফারেন্সে। এর পূর্বে বিগত ২০১৭ সালের ২৯ শে জানুয়ারী ১ম বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্স আয়ােজন করা হয়েছিল। সেখােনে বরেন্দ্র অঞ্চলের খরা, মাটি, কৃষি, পানি এবং জলবায়ু নিয়ে বিজ্ঞানী ও গবেষকগণ ৩২টি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন।
    তিনি বলেন, ২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহা. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমডিএ’র মাননীয় চেয়ারম্যান ড. মো: আকরাম হোসেন চৌধুরী।
    এই কনফারেন্সটির মূল লক্ষ্য হলো, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তন তথা খরা, বন্যা ও তাপ মোকাবেলায় অধিক পানি গ্রহণকারী ফসলের পরিবর্তে কম পানি গ্রহণকারী ফসল, কৃষি প্রযুক্তি, খরা ও তাপ। সহিষ্ণু ফসলের জাত চিহ্নিতকরণসহ নবায়নকৃত জ্বালানী, স্যাটালাইট ও আইসিটি ব্যবহারের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ফসলের নিবিড়তা, বৈচিত্র্যকরণ ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীদারিত্বের নিমিত্তে গবেষণা পরিচালনা ও সুপারিশমালার ভিত্তিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও প্রকল্প গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র আলোকে টেকসই কৃষি ব্যবস্থাপনা তথা স্বল্প জমি থেকে অধিক ফসল উৎপাদনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর কর্মসূচি গ্রহণ করতে বিএমডিএ-কে বহুমুখী ক্ষেত্রে অবদান রাখতে সহযোগিতা প্রদান করা। কনফারেন্সে উক্ত প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, দেশের প্রখ্যাত হাইড্রোলজিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো- ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728