বাঘায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ হয়েছে বাঘা
আব্দুল হামিদ মিঞা- বাঘা ,প্রতিনিধিঃ
বিশ্ব জনসংখ্যা দিবস প্রতিবারের ন্যায় এবারও পালিত হয়েছে । জেলায় শ্রেষ্ট হওয়ার বাঘা উপজেলা প্রশাসন গৌরব নিয়ে আনান্দের সাথে এ দিবসটি পালন করেছেন । এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন ২৫ বছর’’। বৃহস্পতিবার সকালে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। এ সভার আয়োজন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতি¦তে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউন নাহার। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন, ডা: শাহিন আলম, ইউপি চেয়ারম্যান আজিজুল আলম, ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, সুখি সমৃদ্ধ জীবন গড়তে ছোট পরিবারের কোন বিকল্প নাই। মানুষের মৌলিক যতগুলো অধিকার রয়েছে তার মধ্যে পরিকল্পিত পরিবার একটি। বক্তারা জনসংখ্যা বৃদ্দির হার কমাতে বাল্য বিয়ে বন্ধ করা-সহ মাদক নির্মূলের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
No comments