Header Ads

  • সর্বশেষ খবর

    চায়ের কাপে জীবন সংগ্রাম চারঘাটের রেবেকার



    আবুল কালাম আজাদ(সনি):
    নারীরা এখন নানা ক্ষেত্রে অবদান রাখছে । এভারেষ্ট জয় করছে,পাইলট হয়ে বিমান চালাচ্ছে,যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করছে এবং সফলও হয়েছে । কিন্তু নারী হয়ে জীবন যুদ্ধে সংগ্রাম করে সফল হওয়া সবচেয়ে কঠিন । জীবন যুদ্ধে সংগ্রামী এক সফল নারী রাজশাহীর চারঘাট উপজেলার রেবেকা খাতুন। শুধু মাত্র দু-বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য তিনি ১৫ বছর আগে চায়ের দোকানের মাধ্যমে সংগ্রাম শুরু করে শতভাগ সফলতা পেয়েছেন।

    রেবেকা খাতুন চারঘাট বাজারের বড়াল নদীর তীরে হঠাৎ পাড়া গ্রামের বাসিন্দা। একমাত্র ছেলেকে নিয়ে সেখানে থাকেন।তিনি এখন চারঘাট বাজারের চা দোকানী রেবেকা নামে সকলের কাছে পরিচিত। চায়ের দোকান করে ইতোমধ্যে ছেলেকে স্বাবলম্বী করে তাকেও বিয়ে দিয়েছেন। শুধু চা বিক্রি করেই তিনি ৫ শতক জমি কিনে সেখানে ঘর তুলেছেন। সংসারে এসেছে স্বচ্ছলতা।
    উপজেলার শলুয়া ইউনিয়নের ব্যাবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি একজন ব্যাবসায়ী হওয়ায় বিভিন্ন কাজে চারঘাটে আসি। আমি বাজারে আসলেই এই দোকানে হাল্কা নাস্তা ও চা খেতে আসি। আমি সেই থেকেই দেখছি ছোট্ট এক বাচ্চাকে নিয়ে তিনি চা বিক্রি করছেন। তার ব্যবহার ও তার তৈরি চা দুটোই আমার ভাল লাগে তাই অন্য দোকানে না গিয়ে এখানে আসি।
    সংগ্রামী নারী রেবেকা খাতুন রাজশাহীর দর্পণ ২৪ কে বলেন, ‘চা বিক্রি করে দিনে ১৫শ হতে দুই হাজার টাকার মত বিক্রি হয় এতে লাভ থাকে ২০০ হতে ৩০০ টাকা। ছেলেকেও বিয়ে দিলাম এই ব্যবসা করেই। জমি কিনে থাকার ঘরও করেছি এই ব্যবসা করে একটু একটু করে জমিয়ে। তবে নানা শারীরিক রোগে আক্রান্ত হয়ে কষ্টে আছি। আর কতদিন এভাবে সংগ্রাম করতে পারবো জানিনা। দোয়া করবেন আগামী দিন যেন এভাবেই কাটাতে পারি।
    এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা বলেন, রেবেকা জীবন যুদ্ধে জয়ী একজন সফল নারী। সরকারীভাবে উপজেলা পর্যায়ে সংগ্রামী নারীদের সম্মাননা দেওয়া হয়। সেখানে আমরা পরবর্তীতে জীবন সংগ্রামে জয়ী নারী রেবেকা দেখতে চাই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728