বাঘায় চার্জার টর্চ লাইটের মধ্যে ইয়াবাসহ স্কুলছাত্র আটক
আব্দুল হামিদ মিঞা বাঘা প্রতিনিধি :রাজশাহীর বাঘায় চার্জার টর্চ লাইটের মধ্যে ইয়াবা ট্যাবলেট বহনের সময় মিঠু মোল্লা (১৮) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে আলাইপুর সীমান্তের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। শনিবার (০৬-০৭-১৯) ভোর ৪টায় উপজেলার সীমান্ত এলাকার কিশোরপুর হিন্দুপাড়ার সামশুলের আম বাগান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিঠু মোল্লা, উপজেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা ইতু মোল্লার ছেলে।
আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মজিবুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার ক্যাম্পের নায়েক মোঃ সিদ্দিকুর রহমানের নের্তৃত্বে টহলদল ওই ছাত্রকে গ্রেফতারের পর,তল্লাশি চালিয়ে টর্চ লাইটের মধ্যে থেকে আঠারোপিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় সে ঘটনাস্থল এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল।
বাঘা থানার ডিউটি অফিসার, এএসআই ওমর ফারুক জানান, এ বিষয়ে বিজির পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। নায়েক মোঃ সিদ্দিকুর রহমান বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মিঠু মোল্লার দাবি, ফাঁসানোর জন্য তার অজান্তে ট্যাবলেটগুলো টর্চ লাইটের মধ্যে রাখা হয়েছিল।
No comments