Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৬

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে দুইদিনে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯৭ বোতল ফেন্সিডিল ও ৩ গ্রাম হেরোইন এবং ওয়ারেন্টভুক্তসহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার হলিদাগাছি গ্রামের নিজ বাড়িতে শুয়ে আছে এমন গোপন খবর পেয়ে হলিদাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে চুরি মামলার ৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী আলতাফ আলীর ছেলে রমজান আলী (২৫) কে গ্রেফতার করে পুলিশ।
    সন্ধ্যায় হলিদাগাছি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল ফেন্সিডিলসহ নাছিরুল ইসলাম (২৮) কে আটক করে। তার পিতার নাম আজগর আলী। উপজেলার নিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বরকতপুর গ্রামে হেরোইন বিক্রয় করার সময় ৩ গ্রাম হেরোইনসহ গোপাল চন্দ্র সরকারকে আটক করে পুলিশ। এদিকে বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দনগাছি গ্রামের মৃত হরেন চন্দ্র এর স্ত্রী শ্রীমতি পদ্ম রানীকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে মডেল থানায় মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী এরা হলেন নন্দনগাছি ফকিরপাড়া হারানের ছেলে আলামিন (২৫) ও সাদিপুর গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে আমানউল্লাহ আমান (৩৮)।
    এব্যাপারে মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলা সাজাপ্রাপ্ত দুইজন আসামী এবং ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেন এবং বুধবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728