Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের

    নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত ও আহত হয়েছেন কমপক্ষে বাসের ১৫ যাত্রী। সোমবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার হাটিকুমরুল মহাসড়কের সুতিরপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনায় নিহত হন রবিন নামের ট্রাকচালক ও আহত হন শ্যামলী পরিবহনের ১৫ যাত্রী। নিহত ট্রাকচালক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মশেমপুর গ্রামের মৃত আমির প্রামানিকের ছেলে।আহতরা পাবনা, কুষ্টিয়া, মানিকনগর এলাকার যাত্রী বলে জানা গেছে।
    বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, শ্যামলী পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে মেহেরপুরের উদ্দেশে আগ্রান সুতিরপার এলাকায় পৌছালে, ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত হয় বাসের ১৫ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠায়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728