পুঠিয়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষন
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকপ্লের আওতায় দিনব্যাপী কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলা কৃষি অফিস হল রুমে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার একেএম মনজুরে মাওলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক,সম্প্রসারণ ও কোঅর্ডিনেশন, সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা, বিভুতি ভূষণ সরকার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপরিচালক (পিপি), রাজশাহী বিমল কুমার প্রামাণিক, পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম।
কৃষির উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষি আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের নিকট পোছানো। মোবাইল এসএমএস এবং অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষি আবহাওয়া কৃষকদের নিকট পোছিয়ে দেওয়ার জন্য হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
No comments