Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

    নাটোর প্রতিনিধি : নাটোরে সাপের কামড়ে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে এবং হয়বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
    নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বুধবার দুপুরে তানভীর হোসেন তার অপর ভাইয়ের সাথে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। বাড়ির আঙ্গিনায় রাখা বোঝাই ইটের ওপর খেলা করার সময় বিষাক্ত সাপ তানভীরের পায়ে কামড় দেয়। সে ধরে নেয় ইটের আঘাত লেগে পা সামান্য কেটে গেছে। বাবা-মা বকা দিবে ভয়ে তানভীর তার ভাইকে ঘটনাটি বাড়ির কাউকে বলতে নিষেধ করে।
    কিন্তু জ্বালা যন্ত্রনার কারনে খেলা ছেড়ে তারা ঘরে যায়। একসময় তানভীরের পা অবশ হতে শুরু করলে তখন সে তার মাকে বলে তার পা অবস হওয়ার কথা। ঘটনা শুনে মা বুঝতে পারে ছেলেকে সাপে কেটেছে। শুরু হয় ছেলেকে নিয়ে ছোটাছুটি। স্থানীয় ওঝার কাছে নিয়ে কোন্ উন্নতি না হওয়ায় নাটোর সদর হাসপাতালে নেওয়া হয় তানভীরকে।
    হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় নিথর ছেলের দেহ নিয়ে কান্নায় ভেঙ্গে পড়ের তার বাবা সহ স্বজনরা। তানভীরের লাশ বাড়িতে নেওয়া হলে শুরু হয় মাতম। তানভিরের এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছিলনা। এসময় এলাকার বাতাস ভাড়ি হয়ে ওঠে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728