Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে গুলি করে বাইক ছিনতাই, কলেজছাত্র নিহত

    নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে আল আমিন (১৮) নামে এক কলেজ ছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে ওই কলেজছাত্র নিহত হন। শুক্রবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
    নিহত আমিন উপজেলার মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৫ টার দিকে আমিন তার পালসার মোটরসাইকেল যোগে মকিমপুর এর বাড়ি থেকে কদমচিলান বাজারের দিকে যাচ্ছিল। পথে বটতলা এলাকার একটি পরিত্যক্ত ইট ভাটার সামনে আসলে পিছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলের তিন আরোহী তার গতিরোধ করে। ওই তিন দুর্বৃত্ত তার পথ আগলিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে আমিন রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমিনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
    বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশী অভিযান চলছে বলে জানান তিনি।

    1 comment:

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728