Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী বেলপুরে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যূত

    নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর বেলপুকুর-হরিয়ানের মাঝামাঝি এলাকায় তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যূত হয়েছে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যূত হয়।
    এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, বুধবার বিকালে ঈশ্বরদী থেকে তেলবাহী একটি ট্রেন ছেড়ে আসছিল রাজশাহীর উদ্দেশ্য। 
    আসার পথে বেলপুকুর-হরিয়ানের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
    তবে ট্রেনটি উদ্ধারে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনকে আসার জন্য খবর দেয়া হয়েছে, ট্রেনটি আসলে উদ্ধার কাজ আরাম্ব করা হবে। এবং ট্রেনটি কি কারনে লাইনচ্যূত হয়েছে সেটি তদন্ত কমিটি করে বিষয়টি জানা যাবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728