চারঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে যুবকের ৩ মাসের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে আটক করে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আটককৃত যুবকের নাম সাগর আলী, সে উপজেলার মিয়াপুর গ্রামের বেলালের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে স্কুল ছুটি শেষে ছাত্রীরা বাড়ি ফেরার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে চারঘাট মডেল থানা পুলিশ এএসআই নবিন চন্দ্র ও গোপাল চন্দ্র সরকার সাগর আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত নিকট হাজির করা হলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আনিসুর রহমান ৩ মাসের কারাদন্ড রায় প্রদান করেন।
No comments