বাঘায় কৃষি প্রনোদনা বিতরনের উদ্বোধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় চলতি রবি ও খরিপ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার ফসলের বীজ ও সার বিতারণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১-১১-১৯) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ১০ জন প্রান্তিক কৃষকের হাতে এসব উপকরণ তুলে দিয়ে এর উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সরকারি ভাবে গম , ভুট্টা ও সরিষা বীজ সহ কয়েক প্রকার সার বিতরণ করা হবে। উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন হাসান, চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।
No comments