বাঘায় যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় কেক কেটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা পালন করা হয়েছে। সোমবার (১১-১১-১৯)বিকেলে উপজেলা যুবলীগের কার্যালয়ে ৫ পাউন্ড ওজনের কেক কেটে এ প্রতিষ্ঠা পালন করা হয়। পরে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতারণ করা হয়।
বিকেল ৪ টায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকারের সঞ্চালনা ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। তিনি দলকে সুসংগঠিত করা সহ দেশের উন্নয়নে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তি শালী করার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি তসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা পরিষদের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, গড়গড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, গড়গড়ি ইউনিয়ণ যুবলীগের সভাপতি মুনসুর রহমান, যুবলীগ নেতা অধ্যক্ষ সামরুল হোসেন, প্রভাষক সালাউদ্দিন শিমুল প্রমুখ।
No comments