বাঘায় বিজিবি কর্তৃক নৌকা আটক করে বারো লাখ টাকার ইয়াবাসহ গেফেতার-১
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় উপজেলার হরিরামপুর পদ্মার চর এলাকায় ইঞ্জিনচালিত নৌকা আটক করে ৩৯২৫ পিচ ইয়াবাসহ মিনারুল (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে বিজিবি। সে উপজেলার আলাইপুর মহাজন পাড়ার শহিদুলের ছেলে। ওই সময় ভোলা নামের একজন পালিয়ে যায় । রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), এর মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবির পক্ষ থেকে ভোলাকে পলাতক দেখিয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, রোববার (১৭-১১-১৯) বিকেলের দিকে নদীপথে ইয়াবা নিয়ে আসার পথে নৌকা আটক করে ইয়াবাসহ মিনারুলকে গ্রেফতার করা হয়। এসময় একই গ্রামের আজিারের ছেলে ভোলা নামের একজন পালিয়ে যায়। নৌকাসহ ইয়াবাগুলোর আনুমানিক মূল্যে ধরা হয়েছে ১২লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত টাকা। এর মধ্যে নৌকার মূল্যে ধরা হয়েছে এক লক্ষ টাকা। বাঘা থানার ডিউটি অফিসার এএসআই জয়নাল আবেদীন জানান,এবিষয়ে বিজির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
No comments