বাঘার গার্মেন্টেস কর্মী নিখোঁজের পর অপহরণের দাবি পরিবারেরই
বাঘা (ররাজশাহী) প্রতিনিধি ঃ
গার্মেন্টেস কর্মী শান্তনা আক্তার আখি(১৯) কে ৫ দিন ধরে পাওয়া যাচ্ছেনা। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায়। সে সেন্টু ইসলামের স্ত্রী। আখির মা শেলীনা আক্তার জানান, সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আমেনা গর্মেন্টেসে চাকরী করতো। গত ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তাকে পাওয়া যায়নি। অপহরণের দাবি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
শান্তনা আক্তার আখির মা শেলীনা আক্তার জানান, সিরাজগঞ্জের বেলকুচি থানার ইসলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলামের সাথে পরিচয়ের পর থেকে তার মেয়ে আখিকে রাস্তায় মাঝে মধ্যে আজেবাজে কথা বলতো। আশরাফুলকে বুঝানোর চেষ্টা করেও তাকে থামানো যায়নি। পরে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপরহরণ করে নিয়ে যাওয়ার হুমিক দেয়। শান্তনা আক্তার আখিকে খুঁজে না পাওয়ার পর আশরাফুলকে অভিযুক্ত করে আমি বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ফতুল্লা মডেল থানার
No comments