Header Ads

  • সর্বশেষ খবর

    শপথ নিলেন বাঘার চার ইউপি চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়্যারমানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকালে জেলা প্রশাসক হামিদুল হক তাদের শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    শপথ নেওয়া চেয়্যারম্যানরা হলেন- উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ফিরোজ আহমেদ, গড়গড়ি ইউনিয়নের রবিউল ইসলাম, পাকুরিয়া ইউনিয়নের মেরাজুল ইসলাম মেরাজ ও মণিগ্রাম ইউনিয়নের সাইফুল ইসলাম। গত ১৪ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই চার চেয়ারম্যান জয়লাভ করেন। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
    শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে নিচের ধাপ ইউনিয়ন পরিষদ। কিন্তু সবচেয়ে বেশি তৃণমূল পর্যায়ে কাজ করা সম্ভব ইউনিয়ন পরিষদ থেকেই। তাই নবনির্বাচিত চেয়্যারম্যানরা এখন থেকে আইন ও নীতিমালা মেনে চলে তৃণমূল মানুষের জন্য কাজ করবেন। তবেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
    শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক পারভেজ রায়হান, সহকারী পরিচালক নাজমুন নাহার, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, বাঘা উপজেলা পরিষদের চেয়্যারম্যান লায়েব উদ্দিন লাভলু প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728