বাঘায় নারিসহ দু’জনকে গ্রেফতার করে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পুলিশের অভিযানে এক নারিসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করে ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জোতকাদিরপুর গ্রামের রমজিত মালাকারের ছেলে মিলন মালাকার (৩০) ও মীরগঞ্জ ভানুকর গ্রামের এনামুল হকের স্ত্রী খঞ্জনা বেগম (৫০)।
পুলিশ জানায়, সোমবার সকালে খঞ্জনাকে বাসটার্মিনাল এলাকা থেকে ২০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফিন্সিডিল সহ গ্রেফতার করা হয়। আগের দিন রোববার রাতে মিলন কুমারের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments