Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


    বাঘা  (রাজশাহী) প্রতিনিধি :
     ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই লক্ষ্যে-উদ্দেশ্যে নিয়ে রাজশাহীর বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  বিজ্ঞান মেলার  আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে বাঘা উপজেলা প্রশাসন ৪১ তম এ মেলার আয়োজন করে। মেলায় উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক ও মাদ্রাসাসহ ৪৫টি শ্ক্ষিা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। নিজ নিজ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত ষ্টলের শিক্ষক শিক্ষার্থীরা বিজ্ঞানকে জনপ্রিয় ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রণোদনা সৃষ্টির প্রয়াস এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগড়ায় পৌছে দেয়ার প্রতিযোগিতায় তাদের প্রেজেনটেশন উপস্থাপন করেন।

    সোমবার (২৫-১১-১৯) উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত  মেলার উদ্বোধন করেণ, উপজেলা  সহকারি কমিশনার (ভ‚মি) আলপনা ইয়াসমিন ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।  পরে আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দীন,প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলাম,প্রধান শিক্ষক দেওয়ান বাবুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলার  বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা। ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
       মেলায় আসা দর্শনার্থী বায়োজিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে ষ্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন। এমন আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728